বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত ইবি উপাচার্য

ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম
ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম  © টিডিসি ফটো

বুস্টার ডোজের টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বুধাবর (২৯ জুন) বিকালে উপাচার্যের ব্যক্তিগত সচিব আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া সদর হাসপাতালে যারা করোনা পরীক্ষা করেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা দুইটা কিট নিয়ে এসে পরীক্ষা করে লিখিত রিপোর্ট দিয়েছেন। বুস্টার ডোজের টিকাও নেওয়ার পরও করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শারীরিক অন্য কোনো ত্রুটি নেই। 

ব্যক্তিগত সচিবের বরাত দিয়ে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, দেশে করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরাসহ জনসমাগম এড়িয়ে চলাচল করার জন্য বলেছেন।

আরও পড়ুন: জ্বর-সর্দি-কাশি হলে করোনা টেস্ট করতে হবে: ডা. আব্দুল্লাহ

এদিকে, দেশে ধারাবাহিকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। দেশে গত গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪১ জনের দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। এই সময় নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনই রয়েছে।


সর্বশেষ সংবাদ