শর্ত পূরণ না হলে গুচ্ছ থেকে বেরিয়ে যাবে ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

একাধিক শর্ত জুড়ে দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার সিদ্ধান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)। শর্ত পূরণ না হলে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।

শিক্ষক সমিতির একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীর নগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটিসহ (বিইউপি) সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের আওতায় আনা, জটিলতা ও ভোগান্তি দূরীকরণ, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আয়ের যাবতীয় অর্থের হিসাব পেশ, আবেদনের যোগ্যতার ভিত্তিতে সব ভর্তিচ্ছুকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া, আগামী বছর থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ইবিকে গুচ্ছের নেতৃত্ব প্রদানের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই শর্তগুলো পূরণ না হলে গুচ্ছ থেকে বেরিয়ে যাবে বিশ্ববিদ্যালয়টি।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছের পক্ষে থাকায় আমরাও গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। আমরা আমাদের দাবির বিষয়গুলো চিঠির মাধ্যমে জানিয়েছি। এসব শর্ত পূরণ না হলে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে আমরা গুচ্ছে যাবো না।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের সভা আজ, আলোচনা হবে যেসব বিষয়ে

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, কিছু শর্ত সাপেক্ষে আমরা গুচ্ছতে যাওয়ার পক্ষে মতামত দিয়েছি। তবে শর্তসমূহ বাস্তবায়ন না হলে আগামী গুচ্ছতে আমরা যাব না বলে সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তারা সিদ্ধান্ত নেয় শিক্ষকদের মতামত উপেক্ষা করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গেলে ভর্তি সংক্রান্ত সকল কাজ থেকে বিরত থাকবেন। তবে পূর্বের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়টি।


সর্বশেষ সংবাদ