নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি
নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় গবেষণা, একাডেমিক উপকরণ, শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন কাজ করতে পারবে।

বৃহস্পতিবার (৯ জুন) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘দুই মহান ব্যক্তির নামে প্রতিষ্ঠিত দুই বিশ্ববিদ্যালয় নজরুল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আজ দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে চুক্তি সইয়ের মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয় একসাথে এক আত্মা হিসেবে কাজ করব। শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা দুই বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে কাজ করে যাব।’ 

উপাচার্য বলেন, ‘দুই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চুক্তি সইয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা, গবেষণা ও উন্নয়নে সহযোগিতা বিনিময় শুরু হলো। ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রেও এমন আরও সমঝোতা চুক্তি হবে। এছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবার নজরুল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য শিক্ষা গ্রহণের সুযোগও আমরা তৈরি করব।’

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, ‘চুক্তি সইয়ে যে বিষয়গুলো উল্লেখ থাকে তা খুব কম বিষয়, আমরা দুই বিশ্ববিদ্যালয় একসাথে তার চেয়ে আরও বেশি কাজ করতে চাই। আমাদের দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে যে মধুর সম্পর্ক রয়েছে তা আরও মজবুত ও অটুট হলো এই চুক্তি সইয়ের মধ্য দিয়ে।’ 


সর্বশেষ সংবাদ