বঙ্গবন্ধুর অমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতা ঢাকা কলেজে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২২, ১০:৩৭ PM , আপডেট: ২৩ মে ২০২২, ১০:৩৭ PM
ঢাকা কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৪ মে) সকাল ১১টায় কলেজে এ প্রতিযোগিত অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ২৪ মে মঙ্গলবার সকাল ১১.০০ টায় তাদের গ্রন্থপাঠ প্রতিযোগিতা : “অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান” অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় একাদশ শ্রেণির সকল ছাত্রকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুন: ঢাকা কলেজ শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে অযথা ঘোরাঘুরি নিষিদ্ধ
প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বর অর্ধ-বার্ষিক পরীক্ষায় যোগ হবে এবং পাশ নম্বর ৫০% অর্থাৎ ৫০ এর মধ্যে কমপক্ষে ২৫ পেতে হবে। উক্ত প্রতিযোগিতায় পাশ ব্যতীত কোনভাবেই দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না।
এতে আরও বলা হয়, উল্লিখিত তারিখে কলেজের উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণির সকল ক্লাস স্থগিত থাকবে। তবে সকল প্রকার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে কলেজ বাস এ দিনে নির্ধারিত স্থানসমূহে সকাল ৮:০০ টায় উপস্থিত হবে।