ইউনিফর্ম পরে কমার্স কলেজ শিক্ষার্থীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ নিষিদ্ধ

কমার্স কলেজ শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা
কমার্স কলেজ শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা  ©

কলেজ প্রধানের অনুমতি ছাড়া ইউনিফর্ম পরে শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা কমার্স কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে বুধবার (১৮ মে) অধ্যক্ষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ নিষিদ্ধ। তথাপিও শিক্ষার্থীরা তাদের ক্লাস ফাঁকি দিয়ে উদ্যানে অবাচিত ঘোরাফেরা করছে মর্মে জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর কর্তৃক কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

এমতাবস্থায়, ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদেরকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হলো। অন্যথায় নিয়ম ভঙ্গকারী শিক্ষার্থীর বিরুদ্ধে উদ্যান কর্তৃপক্ষ কর্তৃক প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হলে কলেজ কর্তৃপক্ষ কোন প্রকার দায় বহন করবে না।

 


সর্বশেষ সংবাদ