১৪ এপ্রিল ২০২২, ১৯:৫০

বৈশাখের গানে শুরু করেছি, শুভ নববর্ষ বলে শেষ করেছি: অধ্যক্ষ

বাংলা নববর্ষ ১৪২৯ বরণে মঙ্গল শোভাযাত্রায় আয়োজন করেছে সরকারি তিতুমীর কলেজ  © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজের মঙ্গল শোভাযাত্রায় গাওয়া গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে গাওয়া ‘এক সাগর রক্তের বিনিময়ে...’ গানটি নিয়ে বিতর্কের সূত্রপাত। শোভাযাত্রার এ ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাই একসঙ্গে দেশাত্মবোধক গান ‘এক সাগর রক্তের বিনিময়ে..’ গানটি গাইছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যবহারকারীরা বলছেন বাংলা নববর্ষের আয়োজনে স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান পরিবেশন করা হচ্ছে। তাদের চোখে এটা জ্ঞানের সীমাবদ্ধতা।

তবে দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে বিষয়টি পরিষ্কার করেছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোসা. তালাত সুলতানা। তিনি বলছেন, আজ কলেজের মঙ্গল শোভাযাত্রা বৈশাখের গান দিয়ে শুরু করেছিলাম। শুভ নববর্ষ বলে কর্মসূচি শেষ করেছি। শোভাযাত্রার পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। ফেসবুকে যেটা ছড়িয়েছে, সেটা শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে প্রবেশের মুহূর্ত।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার ‘লাল বাস’ বুঝে পেলো তিতুমীর কলেজ

তিনি বলেন, ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রায় বৈশাখের গান, দেশের গানসহ সব গানই গাওয়া হয়েছে। ভাইরাল ভিডিওতে পুরো শোভাযাত্রার নির্দিষ্ট কয়েক সেকেন্ড কেটে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। এটা যে কেউ দেখলেই বুঝবে।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ব্যবহারকারীদের। তানজীর আহমেদ নামে একজনে ভাইরাল ভিডিরও মন্তব্যে লিখেছেন, ‘‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা’- আই মিন পহেলা বৈশাখে দেশ স্বাধীন হয়েছিল কি? পহেলা বৈশাখের দিনে এ গান বেমানান’’।

কলেজ অধ্যক্ষ বলেন, আমি ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান দিয়ে শুরু করি। ‘আইলো আইলো আইলো রে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’সহ কয়েকটি গান গেয়েছি। এখানে যারা ছিলাম, কেউই তো প্রফেশনাল শিল্পী নই। একেকজন বা একেক দল একেকটি গান ধরছিল। এর মধ্যে একটি গানের ভিডিও’র সামান্য একটু অংশ কেটে নিয়ে প্রচার করাটা অসঙ্গত।

এদিন সকালে বাংলা নববর্ষ ১৪২৯ বরণে মঙ্গল শোভাযাত্রায় আয়োজন করেছে সরকারি তিতুমীর কলেজ। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এই যৌথ শোভাযাত্রা ছিল উৎসবমুখর। নানা ধরনের ব্যানার-ফেস্টুন হাতে আনন্দের আমেজে দেখা গেছে সবার মধ্যে। মঙ্গল শোভাযাত্রায় খালি গলায় বৈশাখের গান, দেশের গানসহ বিভিন্ন গানই গেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।