১৮ রমজান পর্যন্ত চলবে ইবির ক্লাস-পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষাসমূহ আগামী ২০ এপ্রিল (১৮ রমজান) পর্যন্ত চলবে। তবে বিভাগ চাইলে এই সময়ের পরেও শুধু পরীক্ষা নিতে পারবেন। আজ সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকবে এবং ক্লাস-পরীক্ষা চলবে। তবে বিভাগ চাইলে এই তারিখের পরেও শুধুমাত্র পরীক্ষাসমূহ নিতে পারবেন।’

আজ দুপুরে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়, ‘রমজান মাসে অফিস ও একাডেমিক সময়সূচীর পরিবর্তন করা হয়েছে। অফিসসমূহ সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দুপুর ১টা ১৫ মিনিট হতে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য কর্মবিরতি থাকবে।’

আরও পড়ুন- সেই আকিবের মাথার খুলি প্রতিস্থাপন আজ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সালাম নবীনবরণ অনুষ্ঠানে জানিয়েছিলেন, নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগগুলো বরণ করে নিয়েছে এবং ক্লাস শুরু হয়েছে। তাদের কেন্দ্রীয়ভাবে ঈদের পরে বরণ করে নেওয়া হবে। সেশনজট কামাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ