২৬ মার্চ ২০২২, ১৬:৩৩

খুবিতে পাবলিক স্পিকিং কর্মশালা

খুলনা বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং বিষয়ক কর্মশালা  © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (কেইউসিসি) উদ্যোগে পাবলিক স্পিকিং বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিসিপ্লিনের (সিএসই) স্মার্টরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং বিষয়ক বিভিন্ন টিপস, প্রেজেন্টেশন ভীতি দূরীকরণ, অডিয়েন্স এনগেজমেন্ট প্রভৃতি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: শ্রীলঙ্কার মহাসঙ্কটে ভারত ও চীনের অর্থ সহায়তা

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ‘রাইট সাইট’ এর ব্রিটিশ কাউন্সিল স্বীকৃত আইএলটিএস মাস্টার ট্রেইনার জনাব আতহার আলী।

কেইউসিসির সভাপতি মোঃ রাকিবুর রহমান তামিম এর সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন ক্লাবের কার্যকরী সদস্য শাহরিয়ার সেলিম ঐশী।

এছাড়াও এসময় বিভিন্ন ডিসিপ্লিনের প্রথম বর্ষের প্রায় শ'খানেক শিক্ষার্থীর পাশাপাশি কেইউসিসির দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মেডেলিন অলব্রাইটের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি) ২০১৯ সালে তাদের কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক নানা ধরণের সেমিনার,ওয়ার্কশপ ও প্রতিযোগিতার আয়োজন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।