২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৫

খুবির বায়স্কোপের সভাপতি সাইফুল্লাহ সাধারণ সম্পাদক স্বরণ

অনুষ্ঠানে অতিথিরা   © সংগৃহীত

‘ধারালো বিবেক আর শাণিত চোখে জীবন দেখি ও দেখাই’ মূলনন্ত্র ধারণ করে কাজ করে যাওয়া সাংস্কৃতিক সংগঠন ‘বায়স্কোপ’ খুলনা বিশ্ববিদ্যালয়ের কার্যকরি কমিটি ২০২২ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা ডিসিপ্লিনের সাইফুল্লাহ মুনসুর ও সাধারণ সম্পাদক পদে ওই ডিসিপ্লিনের শাহ মখদুম স্বরণ।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের আর্কিটেচার উঠান মিলনায়তনে এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে আগামী বছরের প্রস্তাবিত কার্যকারী কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে না বশেমুরবিপ্রবি, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল আলিম, অর্থ সম্পাদক পদে রিপা হরি, দপ্তর সম্পাদক পদে মো: সুজন আহমেদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাসায়ন ডিসিপ্লিনের শিক্ষার্থী মহিউদ্দিন রাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষা ও সেমিনার সম্পাদক পদে মোহাম্মদ মিল্লাত হোসেন, নাট্য সম্পাদক পদে উত্তম বিশ্বাস, আবৃত্তি সম্পাদক পদে পল্লি মণ্ডল, সঙ্গীত সম্পাদক পদে নাইম মল্লিক। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তারেক মাহমুদ জীম, সুকুমার, শাহরিয়ার মাহমুদ, আসিফ মাহমুদ সোহেল, আফরোজ মালিক অয়ন, রবিউল ইসলাম ও বনানী হালদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শরীফ হাসান লিমন বলেন, মানুষের জীবনের বাস্তবতা কাজের মধ্যে তুলে ধরে সভ্যতার আলো ছড়িয়ে দেওয়াই সংগঠনের সফলতা। এছাড়াও সংগঠনের সবাই কে ধন্যবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার জন্য অন্য ডিসিপ্লিনে সদস্য বৃদ্ধির পরামর্শ দান করেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা দিতে হবে: শিক্ষামন্ত্রী

বিদায়ী সভাপতি তাহিদুল আলম রিফাত নবীনদের তার অভিজ্ঞতা বর্ননা করে নতুন তাদের সকলকে কর্মী হিসেবে কাজ করার আহবান জানান। সংগঠনের সফলতা কামনা এবং নতুন কমিটিকে শুভকামনা জানিয়ে তার বক্তব্য শেষ করে।

প্রসঙ্গত, সংগঠনটি ২০১৩ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নাটক, গান, আবৃত্তি, শিক্ষা ও সেমিনার এই চারটি বিভাগে কাজ করে যাচ্ছে।