সাত কলেজের চূড়ান্ত মেধাতালিকা আজ রাতে
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি চূড়ান্ত মেধাতালিকা আজ রাতের মধ্যে প্রকাশিত হবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ভর্তি কমিটির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাত কলেজের ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আজ রাতের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে। সব আসনে এ চূাড়ান্ত তালিকা দেওয়া হবে। গেল কয়েকদিন কয়েক ধাপে এ ভর্তি কার্যক্রম চলছিল। নতুন দায়িত্ব নিয়ে আমরা সুষ্ঠুভাবে এ কার্যক্রম শেষ করতে পেরেছি।
আরও পড়ুন: ভর্তি প্রস্তুতি: স্বপ্ন যাদের ঢাবি অধিভুক্ত সাত কলেজ
এর আগে, গত বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সাত কলেজে ভর্তি তৃতীয় ধাপ এবং সর্বশেষ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ ধাপে নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছিলেন তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা গত মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে পরিশোধ করতে হয়েছিল।
তথ্যমতে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। সাত কলেজে মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি।
গত ১৬ জানুয়ারি (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।