ক্যান্সারে ইডেন কলেজের অধ্যাপকের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ PM
রাজধানীর ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক তাহমিনা কবীর সাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়৷ ইডেন মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইডেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মেহেরুন্নেসা মেরি জানান, করোনাকালীন সময়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন৷ এরপর ওনার ক্যান্সার ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ দাফনের উদ্দেশ্যে নরসিংদী জেলার পলাশ উপজেলার শান্তানপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে ৷ সহকর্মীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অধ্যাপক।
অধ্যাপক তাহমিনা কবীর সাবা ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন।