আজ হচ্ছে না, চূড়ান্ত মেধাতালিকা ১৪ ফেব্রুয়ারি

আজ হচ্ছে না, চূড়ান্ত মেধাতালিকা ১৪ ফেব্রুয়ারি
আজ হচ্ছে না, চূড়ান্ত মেধাতালিকা ১৪ ফেব্রুয়ারি  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি চূড়ান্ত মেধাতালিকা আজ আর প্রকাশিত হচ্ছে না। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা না পাওয়ায় এ সঙ্কট তৈরি হয়েছে বলে জানিয়েছে ভর্তি কমিটি। এর আগে গত ০৩ ফেব্রুয়ারি ভর্তি কমিটির পক্ষ থেকে আজ মঙ্গলবার চূড়ান্ত তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল।

ভর্তি কমিটির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার দুপুরে বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তালিকা হাতে পাবো। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের তালিকা পাওয়ার পর তার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আসনের সমন্বয় করে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবো।

তিনি বলেন, আমাদের আগে নির্দেশনা দেয়া হয়েছিল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে। আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছিলাম। কিন্তু কোটার তালিকাটা হাতে না পাওয়ায় চূড়ান্ত তালিকা পিছিয়ে দিতে হচ্ছে। এটি পেছালেও তৃতীয় ধাপের মনোনয়নের টাকা জমা দেয়ার সময় বাড়বে না। এছাড়া ২৩ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরুর বিষয়টিও পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন: সাত কলেজের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৩ ফেব্রুয়ারি

সাত কলেজে ভর্তি তৃতীয় ধাপের মেধাতালিকা চলমান রয়েছে। এ ধাপে নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছিলেন তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা আজ মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে পরিশোধ করতে হয়েছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বাড়লেও এ সময়ের পর আর প্রথম কিস্তির টাকা পরিশোধের সুযোগ থাকবে না।

এদিকে, আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ২১ হাজার ৯৮০ জন ভর্তিচ্ছু টাকা প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। তবে কোন ইউনিটে কতজন প্রার্থী টাকা জমা দিয়েছেন সে তথ্য বিস্তারিত জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

তথ্যমতে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। সাত কলেজে মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি।

গত ১৬ জানুয়ারি (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence