০২ জানুয়ারি ২০২২, ২০:২৯

নতুন বিভাগীয় প্রধানের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও

নতুন বিভাগীয় প্রধানের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও  © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে নতুন বিভাগীয় প্রধানের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (২ জানুয়ারি) প্রশাসনিক ভবনের সামনে সারাদিন অনশন কর্মসূচি পালিত হয়।

পরে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের কার্যালয় ঘেরাও করে অনশন শুরু করেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বেরোবি ভর্তির মেধা তালিকা প্রকাশ

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিভাগীয় প্রধান পরিবর্তনের জন্য আন্দোলন করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিয়েও পালন করেনি।

আরও পড়ুন: আর্টিকেল কপি করায় গুগল স্কলারের লাল তালিকায় বেরোবি শিক্ষক

তিনি বলেন, আজ সারাদিন প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করে উপাচার্য দফতরের সামনে আন্দোলন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

এর আগে, বিভাগীয় প্রধান অপসারণের দাবিতে গত বছরের ১৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিল অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বেরোবি উপাচার্যের দুর্নীতির প্রমাণ পেয়েছে ইউজিসি, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

২০ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন শরিফুল ইসলাম, বহিরাঙ্গণ কার্যক্রম দফতরের পরিচালক সাব্বীর আহমেদ আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না হওয়ায় ২ জানুয়ারি সকাল থেকে অনশন কর্মসূচি পালন করছে অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।