১৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫২

‘অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’

মহিবুল হাসান চৌধুরী  © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, গতানুগতিক ধারার পাশাপাশি অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস, মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ-চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। শিক্ষার সব ক্ষেত্রে ভিন্ন আঙ্গিকে বাস্তবধর্মী প্রয়োগিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। তরুণ প্রজন্মের মাঝে উদ্ভাবনী মানসিকতার আগ্রহ সৃষ্টি করতে হবে।

আরও পড়ুন: জাতিকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

তিনি আরও বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দর্শন হলো; নারী মুক্তি, নারীর ক্ষমতায়ন এবং নারী জাগরণ। তাই রোকেয়ার দর্শনকে অনুসরণ করে আমাদের সমাজকেও এগিয়ে নিতে হবে।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর শপথ মঞ্চে ‘মুজিববর্ষ’ বানান ভুল

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালেও শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর।

এদিকে মহান বিজয় দিবস, মুজিববর্ষ ও বাংলাদশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন আলোকসজ্জ্বা করা হয়। এছাড়া সন্ধ্যায় খেলার মাঠে আতশবাজি ও ফানুস উড়ানো হয়। আবাসিক হলগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।