১৪ ডিসেম্বর ২০২১, ১৬:১২

কুবি শিক্ষক সমিতির সভাপতি নন্দী, সম্পাদক মোকাদ্দেস

সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল ইসলাম   © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল ইসলাম।

ভোটগ্রহণ ও গণনা শেষে সোমবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

আরও পড়ুন- ১৭তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল হায়াত, কোষাধ্যক্ষ হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক।

এছাড়া নবনির্বাচিত কমিটির কার্যকরী সদস্য পদে জয়লাভ করেছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড মো. কাউসার আহমেদ পাটওয়ারী, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড শামিমুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার।

আরও পড়ুন- চতুর্থ গণবিজ্ঞপ্তি দ্রুত হতে পারে যে প্রক্রিয়ায়

নির্বাচনে সর্বমোট ২১২ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।

এর আগে ২০২১ সালের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনেও বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস অংশ ও মিজান-নাসির অংশ আলাদাভাবে নির্বাচন করে। সেবারও নিরঙ্কুশভাবে পূর্ণ প্যানেলে জয়লাভ করে নন্দী-জুলহাস সমর্থিত অংশ।