খুবির মেডিকেল সেন্টারে ভ্যাকসিন কার্যক্রম শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু   © ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়। উপস্থিত থেকে সূচনা কার্যক্রম প্রত্যক্ষ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। 

প্রথম দিনে যে সব শিক্ষার্থী নিবন্ধনের পরও ভ্যাকসিনের অপেক্ষায় ছিলেন এবং যারা এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা পরবর্তী ডোজ নেয়ার জন্য বিপুল আগ্রহে মেডিকেল সেন্টারে যান এবং স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন গ্রহণ করেন। 

ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী রোমাইয়া ইসলাম রিনিক বলেন, প্রথম ডোজ টিকা ঢাকা থেকে নেয়ার পর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ায় দুশ্চিন্তায় ছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে টিকা নেয়ার সুব্যবস্থা হওয়ায় আমার মতো আরো অনেক শিক্ষার্থী উপকৃত হবে।

এ সময় চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. সোহেল পারভেজ ও প্রসেনজিৎ তরফদার উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ