ববিতে ‘আইকিউএসি’ আয়োজিত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০৯:৫০ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ০৯:৫৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কােয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়ােজনে 'প্রিপারিং এসএআর অ্যান্ড ইমপ্রুভমেন্ট প্লান 'শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বােধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় , প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের জীবনান্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বােধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় উপাচার্য বলেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। প্রতিযােগিতার এই বিশ্ব উন্নত দেশগুলাের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটি বিশ্ববিদ্যালয়কে শুধু একাডেমিক শিক্ষাই নয়, পাশাপাশি গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের উপরও গুরত্বারােপ করতে হবে। অন্যথায় বিশ্বায়নের চ্যালেঞ্জ মােকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। এক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের মনােবল বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসার্চ পার্সন ছিলেন জগনাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।
দিনব্যাপী আয়ােজিত এ প্রশিক্ষন কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন বিভাগের সেলফ অ্যাসেসমেট কমিটির ১৮ জন সম্মানিত সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।