কলেজ হোস্টেলের ফ্লোর ৭ ফুট ডেবে আট শিক্ষার্থী আহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০৯:৪৫ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ১০:০২ AM
পটুয়াখালী সরকারি কলেজ হোস্টেলের নিচতলার ফ্লোর ৭ ফুট ডেবে গিয়ে অনন্ত আট শিক্ষার্থী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত ১২টার পরে পটুয়াখালী সরকারি কলেজের শেখ কামাল হোস্টেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, হোস্টেলের এলার্ট মিটিং শেষ করে বের হয়ে সবাই বারান্দায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করেই ফ্লোরের বেশ অনেকটা প্রায় ৭ ফুট নিচে ডেবে যায়। এতে ফ্লোরের নিচের মাটি ফাঁকা হয়ে গর্ত হয়ে গেছে। ওই গর্তে পরে আটজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পরবর্তীতে আরও খোঁজ খবর নিয়ে ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা নির্ণয় করবে কলেজ কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।