ফরম ফিলা‌পের ফি বৃ‌দ্ধির প্রতিবা‌দে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ

  © সংগৃহীত

স্নাতক (সম্মান)  চত‌ুর্থ ব‌র্ষের ফরম ফিলা‌পের ফি বৃ‌দ্ধির প্রতিবা‌দে ব‌রিশা‌লে সড়ক অব‌রোধ ক‌রে দেড় ঘন্টা  বি‌ক্ষোভ কর‌েছে ব্রজমোহন (বিএম)কলেজের  শিক্ষার্থীরা। আজ শ‌নিবার (৬ নভেম্বর) বেলা ১২টায় বিএম ক‌লে‌জের শিক্ষার্থীরা ক‌লে‌জের জি‌রো প‌য়েন্ট থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে। মি‌ছিল‌টি ক‌লে‌জের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে কলেজের সাম‌নের সড়‌কে এসে শেষ হয়। এরপর সড়ক অব‌রোধ ও বি‌ক্ষোভ ক‌রে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী খায়রুল ইসলাম খোকন  ব‌লেন, গতবছর আমরা চার হাজার টাকা দিয়ে  ফরম ফিলাপ করেছিলাম, সেখা‌নে এই বছর ৬ হাজার ২০০ টাকা ফি নির্ধারণ করা হ‌য়ে‌ছে। যা পু‌রোপু‌রি অযৌক্তিক। ফরম ফিলা‌পের ফি না কমা‌নো হ‌লে আমা‌দের আ‌ন্দোলন চল‌বে।

ম‌্যা‌নেজ‌মেন্ট বিভা‌গের শিক্ষার্থী সায়েম হোসেন ব‌লেন, ক‌রোনার  কারণে আমরা সংকটে আছি।  প‌রিবার  থেকে আগে যেভা‌বে টাকা  দি‌তো আমা‌দের, তেমনটা এখন দি‌তে পার‌ছে না। এর ম‌ধ্যে ফরম ফিলা‌পের অতিরিক্ত ফি আমা‌দের প‌ক্ষে দেওয়া সম্ভব নয়।

সরকা‌রি ব্রজমোহন ক‌লে‌জের অধ‌্যাপক ড. গোলাম কিব‌রিয়া ব‌লেন, শিক্ষার্থীরা সড়ক অব‌রোধ ক‌রে আন্দোলন কর‌েছে। তা‌দের বু‌ঝি‌য়ে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি‌। ফি কমানোর বিষয়ে অধ্যক্ষের প্রতিশ্রুতি পেয়ে বেলা দেড়টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ