বাংলা-ইংরেজি নম্বরের ভিত্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ চান ভর্তিচ্ছুরা

শিক্ষার্থী
শিক্ষার্থী   © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ দাবি করেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

ভর্তিচ্ছুরা বলছেন, অন্য বছর বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হত। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেতেন৷ তবে এবার বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে পরীক্ষা নেয়া হয়নি।

তাদের দাবি, প্রকৃতপক্ষে যারা বিভাগ পরিবর্তন করতে চান তারা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় নিজ নিজ বিভাগে পরীক্ষার মাধ্যমে বিভাগ পরিবর্তন করতে হচ্ছে। প্রস্তুতি না নেয়ায় বিজ্ঞানের বিষয়ে অনেকেই কম নম্বর পেয়েছে। সার্বিক দিক বিবেচনায় সব বিষয়ের গড় নম্বর না দেখে কেবল বাংলা এবং ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ দেয়া উচিত।

এ প্রসঙ্গে মো. রাইসুল ইসলাম বাপ্পি জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষাএ শুরু থেকেই আমরা বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে পরীক্ষার দাবি জানিয়েছিলাম। তবে শিক্ষার্থীদের কোনো দাবিই আমলে নেয়নি গুচ্ছ কমিটি। আমরা সব মেনে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এখন আমাদের বাংলা ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ দাবি করছি।

সানজানা চৌধুরী নামে এক শিক্ষার্থী জানান, করোনার কারণে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে। গুচ্ছ পরীক্ষা না হলে অনেক ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে পরীক্ষা হত। আলাদা পরীক্ষা না হওয়ায় যারা বিভাগ পরিবর্তন ইউনিটের প্রস্তুতি নিচ্ছিলো তাদের অনেকেই ভর্তি পরীক্ষায় অন্য বিষয়ে খারাপ করেছে। এই অবস্থায় বাংলা ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ দাবি করছি।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। গত সোমবার 'সি' ইউনিটের ফল প্রকাশের মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়। দেশের বিভিন্ন কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ