কিউএস র‍্যাঙ্কিং: সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারির সংখ্যাই বেশি

  © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২২’ প্রকাশ করেছে। এবার তালিকায় স্থান পেয়েছে মোট ৬৮৭টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে  বাংলাদেশের রয়েছে ১৩টি বিশ্ববিদ্যালয়।

তথ্যমতে, বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে দেড়শটিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়া ১৩টির মধ্যে ৮টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়; বাকি ৪টি স্বায়ত্ত্বশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়। তাছাড়া অপর একটি হচ্ছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি)। মঙ্গলবার (২ নভেম্বর) সংস্থাটি তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে।

তালিকায় স্থান পাওয়া দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো- নর্থসাউথ বিশ্ববিদ্যালয় (র‍্যাঙ্কিংয়ে ২১৫তম, বাংলাদেশে ৩য়), ব্র্যাক ইউনিভার্সিটি (র‍্যাঙ্কিংয়ে ২৫১-৩০০ এর মধ্যে, বাংলাদেশে ৪র্থ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (র‍্যাঙ্কিংয়ে ৩৫১-৪০০ এর মধ্যে, বাংলাদেশে ৫ম), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (র‍্যাঙ্কিংয়ে ৪০১-৪৫০ এর মধ্যে, বাংলাদেশে ৬ষ্ঠ), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (র‍্যাঙ্কিংয়ে ৪৫১-৫০০ এর মধ্যে, বাংলাদেশে ৮ম), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (র‍্যাঙ্কিংয়ে ৪৫১-৫০০ এর মধ্যে, বাংলাদেশে ১০ম) , আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (র‍্যাঙ্কিংয়ে ৫০১-৫৫০ এর মধ্যে, বাংলাদেশে ১১তম) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (র‍্যাঙ্কিংয়ে ৬০১-৬৫০ এর মধ্যে, বাংলাদেশে ১৩তম)।

তালিকায় বেসরকারি আটটি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জায়গা পাওয়া চারটি সরকারি বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি (র‍্যাঙ্কিংয়ে ১৪২তম, বাংলাদেশে ১ম), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-বুয়েট (র‍্যাঙ্কিংয়ে ২০২, বাংলাদেশে ২য়), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (র‍্যাঙ্কিংয়ে ৪৫১-৫০০, বাংলাদেশে ৯ম)  এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট (র‍্যাঙ্কিংয়ে ৫০১-৫৫০, বাংলাদেশে ১২তম)। এছাড়া এই তালিকায় গাজীপুরের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি স্থান পেয়েছে। এটি র‍্যাঙ্কিংয়ে ৪০১-৪৫০ এর মধ্যে, আর বাংলাদেশে অবস্থান ৭ম।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া সবকটি বিশ্ববিদ্যালয় এবারের র‌্যাঙ্কিংয়েও জায়গা পেয়েছে। তবে নতুন করে এই তালিকায় প্রবেশ করলো আরও দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় এবছর নতুন করে যোগ হওয়া দুটি বিশ্ববিদ্যালয় হলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি।


সর্বশেষ সংবাদ