খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

‘থার্স্ট অপটিমিস্ট ২.০’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। 

চার পর্বের কুইজ প্রতিযোগিতার মধ্যে আজ অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি রাউন্ড। সংগঠনটির ওয়েবসাইটের মাধ্যমে প্রতিযোগিরা এতে অংশ নিতে পারবেন। 

আয়োজকরা জানায়, ৫০ নম্বরের পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে ৫০টি। এজন্য পরীক্ষার্থীরা সময় পাবেন ২৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে।

দেশের সকল সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন এ কুইজ প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে মোট ২০ হাজার টাকার পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন ৩০০০ টাকা, দ্বিতীয় ২৫০০, তৃতীয় ২০০০, চতুর্থ ১৫০০ এবং পঞ্চম স্থান অধিকারী পাবেন ১০০০ টাকা পুরস্কার।

অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে- অনলাইন ভাউচার, ক্রেস্ট এবং সার্টিফিকেট। এছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ইন্টারন্যাশনাল জার্নাল অব মাল্টিডিসিপিলিনারি ইনফরমেটিভ রিসার্চ এন্ড রিভিউ তে ৫০% ডিসকাউন্টে রিসার্চ পেপার পাবলিশের সুযোগ। পাশাপাশি ই-লার্নিং প্লাটফর্ম ‘বহুব্রীহি’ থেকে আকর্ষণীয় ডিসকাউন্টে কোর্স করার সুযোগও থাকবে পুরস্কার হিসেবে। 

কুইজের বিষয়াবলির মধ্যে রয়েছে- বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অভ্যুদয়, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, করোনা ভাইরাস ও ভ্যাক্সিনেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খেলাধুলা, বাংলাদেশের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, বিশ্ব রাজনীতি, রোটারি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের সংস্কৃতি (ভাস্কর্য, স্থাপনা, নৃ-গোষ্ঠী)।

সংগঠনটির সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিযোগিতামূলক মনোভাব থেকে শিক্ষার্থীরা অনেকটা দূরে সরে গিয়েছে। তাদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব পুনরায় ফিরিয়ে আনা ও তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে আমাদের এ আয়োজন।


সর্বশেষ সংবাদ