গার্হস্থ্য অর্থনীতি কলেজ

দেশে প্রথমবারের মতো অনলাইনে হলো কলেজের সমাপনী পরীক্ষা

 গাহর্স্থ্য অর্থনীতি কলেজ
গাহর্স্থ্য অর্থনীতি কলেজ  © ফাইল ছবি

করোনার কারণে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্গীভূত শিক্ষাপ্রতিষ্ঠান গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়া শুরু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ৫টি গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা অনলাইনে ফুড এন্ড নিউট্রিশন বিভাগের পরীক্ষায় বসেন। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো কলেজ পর্যায়ে অনলাইনে কোনো সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার বিষয়ে জানতে চাইলে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ প্রফেসর ইসমাত রুমিনা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রোববার থেকে ফুড এন্ড নিউট্রিশন বিভাগের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এই অনলাইনের পরীক্ষা। আমরা ভাগ ভাগ করে পরীক্ষা নিচ্ছি। গতকাল দুটি বিভাগে এবং আজ তিনটি বিভাগের পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিতি থাকছে। অনলাইনে পরীক্ষা দিয়ে সবাই খাতা ঠিক মতো জমা দিচ্ছে।

পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের টেকনিক্যাল কোন সমস্যা হচ্ছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের পর্যাপ্ত ডাটা কিনে রাখতে বলেছি। তারা ওভাবে প্রস্তুতি নিয়েছে। এছাড়া বারবার মিটিং করেছি এবং অনলাইন মক টেস্ট নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, 'শিক্ষাথীদের দাবির প্রেক্ষিতে অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। তারা যেহেতু টিকা নেয়নি তাই এই চ্যালেঞ্জটি আমাদের নিতে হয়েছে। আর তারা এই পরীক্ষার একমাস যাবত অনলাইন পরীক্ষার জন্য প্র্যাক্টিস করছে। এখন সফলভাবে পরীক্ষা হচ্ছে। করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে এর আগে কোন কলেজে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়েছে কিনা তা আমার জানা নাই। সশরীরে পরীক্ষা নিলে একদিনে হয়ে যেতে পারতো, এখন তা দুইদিন সময় লাগছে। তবে অনলাইনে পরীক্ষা নেওয়ার ফলে এই দুর্যোগে সক্ষমতা যাচাইও হয়ে গেলো। শিক্ষকদের দক্ষতা বাড়ছে। আর অন্যদিকে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বাড়ছে।'

৪র্থ বর্ষের শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগের শিক্ষার্থী অনামিকা ভট্টাচার্য বলেন, 'অনলাইনে পরীক্ষা দিতে পেরে নতুন অভিজ্ঞতা হয়েছে। শিক্ষার্থীরা যেন কোনো অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়েও ম্যাডামরা খুব সচেতন ছিলেন। করোনার কারণে ইতোমধ্যে আমরা পিছিয়ে গেছি, এখন অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত খুব যথাযথ মনে হয়েছে আমার কাছে।'

শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, 'বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে। ম্যাডামরা এ বিষয়ে অনেক সহযোগিতা করেছেন। যদিও নেট সমস্যার কারণে কারো কারো পরীক্ষায় সাময়িক বিঘ্ন ঘটেছে তবে ম্যাডামরা এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।'  

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্গীভূত ৬টি গার্হস্থ্য অর্থনীতি কলেজ রয়েছে। আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজটি (নতুন নাম গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর) সরকারি। আর বাকি ৫টি বেসরকারি। এরমধ্যে একটিতে এখনও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়নি। করোনার কারণে তিনবার পরীক্ষার তারিখ ঘোষণা করেও সশরীরে এসব কলেজের ২০১৯ সালের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরে গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনলােইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়। ওইদিন পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়। ঘোষণা অনুযায়ী, রবিবার থেকে শুরু হয়েছে ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা। চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। সকালের পরীক্ষার ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে শুরু হবে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ