বৃক্ষ নিধন না করে মেগা প্রকল্প বাস্তবায়নসহ ৪ দাবি ইবি ছাত্র ইউনিয়নের
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:০০ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:০০ PM
মেগা প্রকল্প বাস্তবায়ন করেতে আবাসিক হল তৈরি করার জন্য প্রায় দেড় হাজার গাছ কাটার প্রস্তুতি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)। এ বৃক্ষ নিধন না করে প্রকল্প বাস্তবায়ন করাসহ ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ।
গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, পরিবেশ ধ্বংস না করে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে । বিশ্ববিদ্যালয়ে ৫৩৭ কোটি টাকা মেগা প্রকল্পের অধীনে প্রায় পনেরশত গাছ কাটা হচ্ছে । গাছ কেটে মেগা প্রকল্প বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় না । প্রকৃতিকে সমুন্নত রেখে ভবন নির্মাণ করুন । আমরাও ক্যাম্পাসের আবাসন ব্যবস্থা বৃদ্ধি চাই কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে আবাসিক হলের প্রয়ােজন নেই।
স্মারকলিপিতে বলা হয়, যদি পৃথিবীতে থাকায় হুমকির মুখে পড়ে তাহলে সেখানে উন্নয়ন প্রকল্প একটি ধোঁকাবাজি। ক্যাম্পাসে পরিবেশ ধ্বংসের কাজ চলছে । ক্যাম্পাসের যে নয়টি স্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হল , একাডেমিক ভবন , কর্মকর্তা - কর্মচারীদের কোয়ার্টার ও প্রশাসনিক ভবন নির্মাণ করতে যাচ্ছে । তা বাস্তবায়ন করা হলে সবুজ ক্যাম্পাস মরুভূমিতে পরিণত হবে । তাই ভূমি অধিগ্রহণ করে আবাসন ব্যবস্থা করার দাবি জানায় তারা।
ইউনিয়নের চার দফা দাবিসূমহ, আবাসিক হল তৈরির জন্য বৃক্ষ নিধন বন্ধ করতে হবে, নতুন পরিকল্পনা ব্যতিরেকে পরিবেশ ও জীব বৈচিত্র্য ধ্বংস করে যে কোন ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করতে হবে, বাড়তি ভূমি অধিগ্রহণ করে আবাসিকসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হােক এবং ক্যাম্পাসে যে কোন ধরণের মেগা প্রকল্প বা উন্নয়ণ কাজে শিক্ষক-শিক্ষার্থী ও ছত্র প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ পরিকল্পনা কমিশন গঠন করে প্রকল্প বাস্তবায়নের কাজ করতে হবে।
পরিবেশবাদীরা মনে করেন , একটি জনপদের মােট ভূমির ২৫ শতাংশ বনায়ন প্রয়োজন । সেখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রকল্প বাস্তবায়ন হলে বনভূমির পরিমান কমে দাঁড়াবে ১০ শতাংশের ও নিচে। এমতবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বৃক্ষ নিধন না করে মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য আহ্বান জানায় তারা।