সশরীরে পরীক্ষা নিতে কুবি ছাত্রলীগের স্বারকলিপি
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৩:৫৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২১, ০৩:৫৮ PM
সশরীরে পরীক্ষা নেয়ার দাবিতে উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। সোমবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানান।
পরে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের পক্ষ থেকে শিক্ষক সমিতির মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে হতাশা বিরাজ করছে। এছাড়া সেশনজট দিনদিন ভয়াবহ হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেয়া শুরু করেছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি। এসময় শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর ও স্নাতকের শেষ সেমিস্টারের পরীক্ষা শুরু করার দাবি জানান।
গণিত ৪র্থ বর্ষের শিক্ষার্থী রায়হান খান বলেন, গত দেড় বছর ধরে আমরা করোনার কারণে আটকে আছি। অন্য সব কিছু চললেও শিক্ষা প্রতিষ্ঠানই শুধু বন্ধ। এতদিন আমাদের কাছে ভ্যাক্সিনেটেড হওয়ার কোনো সুযোগ ছিলো না কিন্ত এখন অধিকাংশ শিক্ষার্থীই ভ্যাক্সিনেটেড। যার ফলে ঢাবি, চবিসহ কয়েকটি ক্যাম্পাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি কুবিও দ্রুত সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে সীমিত সংখ্যক ব্যাচের পরীক্ষা হোক।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছে স্বারকলিপি দিয়েছি। আগামী ২৬ তারিখে একাডেমিক কাউন্সিল আছে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাস্টার্স ২য় সেমিস্টারের পরীক্ষা দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা শুরু করা দরকার।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সশরীরে পরীক্ষা নেয়ার বিষয়ে একটি স্বারকলিপি শিক্ষক সমিতির মাধ্যমে উপাচার্য স্যারের কাছে দিয়েছে। আমার কাছে দাবিটি যৌক্তিক মনে হয়েছে। আমিও উপাচার্য স্যারের কাছে অনুরোধ করেছি যেন সশরীরে পরীক্ষা নেয়া হয়। যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হচ্ছে আর করোনা সংক্রমণও নিম্নমুখী। উপাচার্য স্যারও নীতিগতভাবে সমর্থন দিয়েছেন। আমাদের অনলাইনে পরীক্ষা নেয়ার কার্যক্রম চলুক। যেন ভবিষ্যতের পরিস্থিতি মোকাবেলা করা সহজ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী শিক্ষার্থীদের বলেন, 'আগামী ২৬ তারিখ একাডেমিক কাউন্সিল আছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।'