শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সেপ্টেম্বরে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৫:৪৫ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২১, ০৫:৪৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজ এডুকেশন ডেভলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ অনলাইনে অনুষ্ঠিত হবে। দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হাছানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি ও পদার্থ বিজ্ঞান বিষয়ের আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে। অনলােইনে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ কার্যকর ও সফলভাবে করার জন্য প্রশিক্ষণার্থীদের সক্ষমতা যাচাই করা হবে। এজন্য একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক শিক্ষকদের প্রশ্নমালা পূরণ করে পাঠাতে বলা হয়েছে।