করোনায় জবির সাবেক শিক্ষার্থী ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

সানিয়া আক্তার
সানিয়া আক্তার  © ফাইল ছবি

ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সানিয়া আক্তার (২৯) গত ১২ জুলাই করোনায় আক্রান্ত হন। তিনি ২০১৮ সালে ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগ দেন। তার স্বামী এএইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।




সর্বশেষ সংবাদ