করোনায় আক্রান্তদের জন্য খুবিতে ‘অক্সিজেন ব্যাংক’ চালু

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ‘অক্সিজেন ব্যাংক’। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন (কুয়া) ও রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে এই সেবাটি চালু করা হয়েছে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় ওয়েবিনারে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে আক্রান্তদের পাশে থাকাই হচ্ছে মহতী কাজ। এ কাজে যে যার অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসতে হবে।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. নাসিফ আহসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আনিসুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মতিউল ইসলাম বক্তব্য রাখেন। 


সর্বশেষ সংবাদ