প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ববির দেড় হাজার শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রায় ১ হাজার ৫ শত শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন দেওয়া হবে।

আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত হওয়ার পরেই অনাবাসিক শিক্ষার্থীদেরও ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

তিনি জানান, শনিবার বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যেই শের-ই-বাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠানো হবে। তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডা. এইচ. এম. সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন এবং বরিশালের সরকারি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ প্রমুখ।


সর্বশেষ সংবাদ