নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ

উপাচার্যের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ
উপাচার্যের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। সোমবার (৭ জুন) বেলা ১১ টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির সদস্যরা। সমিতির সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয়, সাধারণ সম্পাদক মীর হাসিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি প্রতিষ্ঠায় ক্যাম্পাস সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাংবাদিকদের বহুমুখী জ্ঞান লাভ করতে হবে। যাতে তারা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদেরকে বিশ্বমানের শিক্ষা প্রদান করতে পারলে ভবিষ্যতে তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। আমরা চাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বমানের গ্র্যাজুয়েট হয়ে পেশাগত জীবনে সফল হোক। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধি পাক।

উপাচার্য আরও বলেন, করোনা মহামারির কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করতে হবে। বর্তমান পরিস্থিতি ও শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে কর্তৃপক্ষ সজাগ। একাডেমিক বিষয় নিয়ে কাজ হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই স্থগিত পরীক্ষা গ্রহণসহ বেশকিছু বিষয় সম্পর্কে সিদ্ধান্ত জানা যাবে বলে আশা ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ