বেরোবির নতুন প্রক্টর গোলাম রাব্বানী
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুন ২০২১, ১২:০১ AM , আপডেট: ০২ জুন ২০২১, ১২:০১ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগি অধ্যাপক মো. গোলাম রাব্বানীকে নতুন প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। ৩১ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিয়োগ আদেশ অনুযায়ী ৩১ মে অপরাহ্ন থেকে এই আদেশ কার্যকর হবে।
এছাড়াও, একইসাথে সহকারি প্রক্টর হিসেবে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মো. সানজিদ ইসলাম খান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. মনিরুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নাজমা আক্তারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
রিলেটেড সংবাদ: