খুবিতে বিশেষ ক্লাস নেবেন খালেদ মুহিউদ্দিন

ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন
ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন  © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে সাংবাদিতার পেশাগত অভিজ্ঞতা শেয়ার করবেন ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। আগামী ৬ জুন বাংলাদেশ সময় ১২টায় এ বিশেষ ক্লাসটি অনুষ্ঠিত হবে।

খুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ক্লাসটির বিষয়ে নিশ্চিত করে জানান, তার একটি সেশনাল কোর্সের অংশ হিসেবে ‘গণমাধ্যমের পেশাদারিত্ব ও নৈতিকতা’ বিষয়ে এই বিশেষ ক্লাসটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, করোনা মহামারীর সময় অনলাইন ক্লাসে বৈচিত্র্য নিয়ে আসাও এ ক্লাসের অন্যতম উদ্দেশ্য। আয়োজক সূত্রে জানা যায়, খালেদ মুহিউদ্দীনকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকায় ক্লাসটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উল্লেখ্য, খালেদ মুহিউদ্দীন দৈনিক প্রথম আলো, আমাদের অর্থনীতি, বিডি নিউজসহ বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত তার ‘আজকের বাংলাদেশ' টকশোটি জনপ্রিয়তার শীর্ষে ছিলো। বর্তমানে তিনি জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডয়েচে ভেলেতে সম্প্রচারিত ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোটি ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছে। জানা যায়, তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) পদ ছেড়ে দিয়ে সাংবাদিকতায় ফিরে আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

তার ব্যাচ থেকে তিনিসহ চার জন প্রথম শ্রেণি পেয়েছিলেন। তাদের তিন জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু খালেদ মুহিউদ্দীন পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। অবশ্য তিনি খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উচ্চশিক্ষা অর্জন করেছেন যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে।

যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক বই লেখাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদচারণা রয়েছে। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্য রয়েছে যোগাযোগের ধারণা, যোগাযোগের তত্ত্ব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানুষী দুর্বলতা, আমিনুল্লাহর একদিন, কয়েকজন আমি ইত্যাদি।


সর্বশেষ সংবাদ