স্থগিত হওয়া বিইউপির ভর্তি পরীক্ষা ২৮ ও ২৯ মে

বিইউপি ক্যাম্পাস ও লোগো
বিইউপি ক্যাম্পাস ও লোগো  © ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী  ২৮ ও ২৯ মে  (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত আগামী পরশু সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আজ শনিবার বিইউপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

গত ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি বিইউপির ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা পেছানোর সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ২০ ফেব্রুয়ারি বিইউপির ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় দেখা যায়, আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৭৭ হাজার ৩১৩ জনকে শর্টলিস্টেড করা হয়েছে। তারাই  ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় বসতে পারবেন।

এবার সায়েন্স ও টেকনোলজি অনুষদে ২৩ হাজার ২৪৭ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ১১ হাজার ৭১৬ জন, আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদে ২০ হাজার ৯৩২ জন এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ২১ হাজার ৪১৮ জন যোগ্য প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন।

এবারের ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে হওয়ার কথা ছিল।