ঢাবিতে অধ্যাপক রাশীদ মাহমুদকে স্মরণ

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রাশীদ মাহমুদের মৃত্যুতে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আজ রোববার বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই সভা হয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ও নৃবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামাদ, ড. এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ প্রমূখ। সভায় সমাপ্তি বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফারহানা বেগম।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে রাশেদ মাহমুদের অবদান অপরীসিম। তিনি নিজ বিভাগের উন্নয়নেও কাজ করেছেন। অসংখ্য মানুষকে তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন। মৃত্যুর দিন পর্যন্তও তিনি কয়েকজনকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু মৃত্যুর আগ মুহুর্তে তাঁর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। করোনার সময়ে তিনি শিক্ষার্থীরা বিভিন্নভাবে সহায়তা করেছেন।

গত ৩১ মার্চ অধ্যাপক রাশীদ মাহমুদ সাতক্ষীরার শ্যামনগরে গবেষণার জন্য ফিল্ডওয়ার্কে ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ