ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ববির আন্দোলনরত শিক্ষার্থীরা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ববি শিক্ষার্থীদের
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ববি শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এর পরিবর্তে ক্যাম্পাসে নিরবতা ও মৌন মিছিল পালন করছেন তারা। তবে আগামীকাল সোমবারের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ফের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে আজ তারা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এররপর দুই মিনিট নিরবতা পালন করেন তারা। এছাড়া আজ ক্যাম্পাসে মৌন মিছিল বের করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ববি শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে এর মধ্যে দাবি আদায় না হলে আগামী সোমবার থেকে ফের সড়ক অবরোধের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা অজ্ঞাতনামা মামলায় গতকাল দুই শ্রমিককে গ্রেতফার করা হয়েছে। এটা জজ মিয়া নাটককেও হার মানাবে। যতক্ষণ পর্যন্ত হামলার ঘটনায় মূল হোতা কাউসার হোসেন শিপনকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, তবে আগামীকাল মহান ২১ ফেব্রুয়ারি বিশেষ দিনটি বিবেচনায় কোন রাস্তা অবরোধ করা হবে না। তবে চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের দা‌বিগু‌লো হ‌লো- শিক্ষার্থী‌দের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা, এমন ঘটনার পুরনাবৃত্তি না হয় তার নিশ্চয়তা দেওয়া এবং হলের বাইরের অনাবাসিক শিক্ষাথীদের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা।


সর্বশেষ সংবাদ