বরিশাল বিশ্ববিদ্যালয়
দাবি আদায় না হলে ফের সড়ক অবরোধের ঘোষণা
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৩ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৯ PM
আগামীকাল রবিবার মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। তবে আগামী সোমারের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ফের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় ববি শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ এর মধ্যে দাবি আদায় না হলে আগামী সোমবার থেকে ফের সড়ক অবরোধের ঘোষণা দেন।
সুজয় শুভ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা অজ্ঞাতনামা মামলায় গতকাল দুই শ্রমিককে গ্রেতফার করা হয়েছে। এটা জজ মিয়া নাটককেও হার মানাবে। যতক্ষণ পর্যন্ত হামলার ঘটনায় মূল হোতা কাউসার হোসেন শিপনকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, তবে আগামীকাল মহান ২১ ফেব্রুয়ারি বিশেষ দিনটি বিবেচনায় আজকের মত আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল কোন রাস্তা অবরোধ করা হবে না। তবে চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা, এমন ঘটনার পুরনাবৃত্তি না হয় তার নিশ্চয়তা দেওয়া এবং হলের বাইরের অনাবাসিক শিক্ষাথীদের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রক্তিম হাসান অমিত জানান, বিকেল ৪টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়, পুলিশ ও জেলা প্রশাসনের বৈঠক হয়। বৈঠকে তিন দফা দাবির দুটি বাস্তবায়নের কথা জানানো হয়েছে। অন্যটি পূরণে সময় চেয়েছেন। বৈঠকের পর আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়। তবে দাবি বাস্তবায়ন না হলে সোমবার থেকে ফের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, বিকেল ৪টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়, পুলিশ ও জেলা প্রশাসন কর্মকর্তাদের বৈঠক হয়। শিক্ষার্থীদের একটি দাবি বাস্তবায়নে আইনি জটিলতা থাকায় সেটির আইনানুগভাবে সমাধানের চেষ্টা চলছে। পরে বিকেল সোয়া ৫টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।