বরিশাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে বিসিএসআইআর
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৬ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৬ PM
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর মধ্য গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএসআইআরের আÍন্তর্জাতিক মানের গবেষণাগারগুলাে ব্যবহারের সুযােগ পাবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক মানদন্ডে উন্নতিকরণ এবং শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রকে অধিকতর সম্প্রসারণের লক্ষে বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঢাকাস্থ বিসিএসআইআরের প্রধান কার্যালয়ে এই সমঝােতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরফিন, বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, সচিব শাহ্ আবদুল তারিক, সদস্য মাে. শওকত আলি এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।