ঢাকা কলেজ সোস্যাল সাইন্স ক্লাব’র উদ্যোগে চালু হলো মানবতার দেয়াল
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১১:৫৭ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০, ১১:৫৯ AM
‘মানবতাই হোক ধর্ম, আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’ এই স্লোগান ধারণ করে মানবতার দেয়াল চালু করেছে ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকা কলেজ সোস্যাল সাইন্স ক্লাব’।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুর রোডের টিচার্স ট্রেনিং কলেজের দেয়ালে এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ল্যাব-এইড হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থাপন করা এই মানবতার দেয়াল।
আনুষ্ঠানিকভাবে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং ক্লাবের সিনিয়র উপদেষ্টা সুহিন হোসাইন।
এসময় তিনি বলেন, অপ্রিয় হলেও সত্য শুধুমাত্র বক্তব্য এবং সংবাদপত্রের মাধ্যমে গরিব-দুঃখী মানুষের কথা বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসে না। যদি এগিয়ে আসতো তাহলে এত শীতের মধ্যেও কাউকে শীতের পোশাক না থাকার কারণে রাতে ফুটপাথে কষ্ট করে রাত যাপন করতে হতো না। সমাজের এলিট শ্রেণী অথবা ধনী লোকেরা যদি শীতার্ত মানুষের সহযোগীতায় আরো বেশি সহযোগীতার মনোভাব নিয়ে পাশে এসে দাঁড়ায় তবে এসব মানুষেরা উপকৃত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মোতাহার খান, ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল ইসলাম, ক্লাব সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ, সেক্রেটারি রফিক মাহমুদ সহ প্রমুখ স্বেচ্ছাসেবীরা।