পতাকা অবমাননা: অভিযুক্ত শিক্ষকদের দেশের শত্রু বললেন আ’লীগ নেতারা
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ১২:২৮ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ১২:৩৭ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যারা মহান বিজয় দিবসে পতাকা অবমাননা করেছেন, তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে রংপুর মহানগরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ। আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান ময়না, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, সদস্য ইদ্রিস আলী, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আজম ফাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পতাকা অবমাননাকারীদের শাস্তির দাবী জানান। তারা বলেন, ‘যারা দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার মূল্য বোঝে না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। তারা এই দেশ ও জাতির শত্রু।’ এসময় তারা পতাকা অবমাননার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।