জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএডসহ মাস্টার্স কোর্সে আবেদন শুরু ২৫ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড, বিপিএড, এমএডসহ অধিভুক্ত বিভিন্ন মাস্টার্স কোর্সে ভর্তিতে আবেদন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। অনলাইনে এসব কোর্সের ক্লাস শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোর্সগুলোসহ ২০২১ শিক্ষাবর্ষের বিএমএড, বিএসএড, এমএসএড, এমপিএড ও এলএলবি কোর্সের জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার (২২ নভেম্বর) এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড ও এলএলবি শেষ পর্বে ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ ২৫ নভেম্বর বিকেল ৪টায় অনলাইনে শুরু হবে। আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন চলবে। আবেদনের প্রিন্ট কপি নিয়ে ৩০০ টাকা ফিসহ ৮ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ভর্তিচ্ছুদের।

স্নাতক উত্তীর্ণ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজ আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করবে। আগামী ৩ জানুয়ারি থেকে অনলাইনে কোর্সের ক্লাস শুরু হবে। ভর্তির আবেদনের বিস্তারিত প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।


সর্বশেষ সংবাদ