শেষ হলো জবি হাল্ট প্রাইজের রেজিষ্ট্রেশন, থাকছে আকর্ষণীয় পুরস্কার
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ১২:৫২ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২০, ০১:২৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে চলা তরুনদের গ্লোবাল প্লাটফর্ম হাল্ট প্রাইজের রেজিষ্ট্রেশন গত ৩১শে অক্টোবর শেষ হলো। এটি আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান, জাতিসংঘ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার সংগঠন গ্লোবাল ইনিশিয়েটিভ এর অধীন একটি উদ্যোক্তা তৈরির কারখানা, যাকে শিক্ষার্থীদের ‘নোবেল প্রাইজ’ বলা হয়ে থাকে।
জানা গেছে, প্রতিযোগিতাটিতে বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় যেমন- হার্ভার্ড, ক্যামব্রিজ, সাউথ ক্যালিফোর্নিয়াসহ নানা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। যার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যা সমাধান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার (সাড়ে ৮ কোটি টাকা)। যার মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেক বছর প্রতিযোগিতার আয়োজন করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী ধারণা বের করে এনে সারা বিশ্বের বিভিন্ন সামাজিক ও বৈষয়িক সমস্যাগুলোকে সমাধান করা।
এ বছরের চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়েছে ‘Food for good transforming your food into a vehicle for change’ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী হতে হবে এবং শিক্ষার্থীদের ৩-৪ জনের টিম তৈরি করতে হবে।
প্রতিযোগিতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর সিব্বির আহমাদ জানান, ‘হাল্ট প্রাইজ সবসময় বিশ্বের বড় সমস্যা গুলো নির্মূলে কাজ করে। এ বছর বিশ্বের খাদ্য সমস্যার সমাধান এবং এর মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির চ্যালেঞ্জ নির্ধারণ করেছে। আমাদের ফাইনাল ইভেন্ট ২৭ নভেম্বর (অনলাইনে) অনুষ্ঠিত হবে। আমার বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভিন্নধর্মী আইডিয়ার মাধ্যমে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে’।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ১৫০ টি দেশের ২০০০ এরও অধিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করবে। বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হয় চূড়ান্ত পর্বে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে উপহার হিসেবে দেওয়া হয় ১০ লক্ষ মার্কিন ডলার।