বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুনবী (সা.) উদযাপন

উপাচার্য অধ্যাপক ড. মাে. ছাদেকুল আরেফিন
উপাচার্য অধ্যাপক ড. মাে. ছাদেকুল আরেফিন  © ফাইল ফটো

যথাযাগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যেদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুনবী (সা.) উদযাপিত হয়েছে। শুক্রবার ঈদে মিলাদুনবী (সা.) উপলক্ষে বাদ আসর বিশ্ববিদ্যালয় প্রশাসন কেদ্রীয় মসজিদে মিলাদ ও দােয়া -মােনাজাতের আয়ােজন করা হয়।

মিলাদ ও দােয়া-মােনাজাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর উপর সংক্ষিপ্ত আলােচনা করা হয়। আলােচনায় অংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মাে. ছাদেকুল আরেফিন মহানবীর জীবনাদর্শকে শক্তি হিসেবে গ্রহণ করার জন্য মুসলিম উম্মাহসহ সকলের প্রতি আহবান জানান। এসময় তিনি করোনা মহামারি থেকে সকলের পরিত্রান পাওয়ার জন্য মহান আল্লাহর নিকট বিশেষ রহমত কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ড. মাে. নাজমুল কায়সের সঞ্চালনায় দােয়া মােনাজাতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্টার অধ্যাপক ড. মাে. মুহসিন উদ্দিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়্ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, অফিসার্স এ্যসােসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারি সমিতির নেতৃবৃন্দসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।