ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসি-ট্রেজারারের পদ শূন্য

  © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. হারুন-উর রশিদ আসকারীর মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবার (২০ আগস্ট)। নিয়মানুযায়ী কোন নির্দেশনা না আসায় আজ থেকে গুরুত্বপূর্ণ পদটি শূন্য হয়ে গেছে। এছাড়া ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহারও মেয়াদ শেষ হচ্ছে আজ শুক্রবার।

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী ২০১৬ সালের ২১ আগস্ট ১২তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন। এর আগে ১১তম উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকারকে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে অপসারণ করা হয়।

ওই সময়েই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. সেলিম তোহাও। যার চার বছর পূর্ণ হবে আজ। কোন নির্দেশনা না পেলে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদ দুইটি শূন্য থাকবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘আজ থেকে বিশ্ববিদ্যালয়ের অতি গুরুত্বপূর্ণ পদ দুটি শূন্য হয়ে যাচ্ছে। মাননীয় আচার্য পরবর্তী নিয়োগ কিংবা ইউজিসির কোনও নির্দেশনা না আসা পর্যন্ত এ পদ দুটি শূণ্য থাকবে।’

এদিকে বৃহস্পতিবার দুপুরে আধুনিক টেলিফোন একচেঞ্জ উদ্বোধন ও বৃক্ষরোপণের কর্মসূচির পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহা: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফসহ শিক্ষক কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ২১ আগস্ট উপলক্ষে আজ শুক্রবার অনলাইন আলোচনা সভা ও বাদ জুমা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। সেখানেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘আমার বিদায়ের প্রাক্কালে বিনম্র শ্রদ্ধায় অবনত মস্তকে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার উদ্যোমের মূল প্রেরণাশক্তি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আমি স্বপ্ন দেখা ও শেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছি এবং তারা অনেকখানি এগিয়েছে।’

উপাচার্য বলেন, ‘আমাদের আনন্দ এটাই যে, আমরা একটি ট্রেনকে লাইনে তুলতে দিতে পেরেছি।’


সর্বশেষ সংবাদ