বেরোবির প্রধান ফটক নির্মাণ নিয়ে গড়িমসি

  © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের জন্য নকশা প্রকাশ করতে শিক্ষার্থীদের কাছে নকশার আহ্বান করেছিলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে নকশা প্রণয়নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

সূত্রে জানা যায়, গত ২৯ শে জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান ফটকের নকশা আহ্বানের পরিপ্রেক্ষিতে ২২টি নকশা জমা হয়েছে। এই নকশাগুলো যাচাই-বাছাইয়ের জন্য আর্কিটেকদের সমন্বয়ে প্রকৌশল দপ্তরকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের দেওয়া ২২টি নকশার প্রতিটিতে আনুমানিক ব্যয় হবে দুই থেকে আড়াই কোটি টাকা। যা ফটকের বাজেটের জন্য ব্যয়বহুল মনে করে তা যাচাই-বাছাই করতেই হয়তো এতো সময় নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান বলেন, শিক্ষার্থীদের দেওয়া নকশার যাচাই বাছাই করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটি নকশা ফেসবুক পেজে প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর কিছুক্ষণ পর প্রকাশিত নকশাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিম্নমানের ফটক নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেদিন থেকেই নিম্নমানের সেই নকশা বাতিল করে দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় ফটক নির্মানের দাবী জানায় শিক্ষার্থীরা। ফেসবুকে সমালোচনার মুখে পড়ে সেই নকশা বাতিল করে শিক্ষার্থীদের কাছে ১০ আগস্টের মধ্যে দৃষ্টিনন্দন নকশার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ