ঢাকা কলেজের সাত শিক্ষক করোনায় আক্রান্ত

ঢাকা কলেজের সাত শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে আক্রান্ত শিক্ষকদের মধ্যে তিন জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। বাকি চার জন নিজ বাসায় আইসোলেশনে থেকে করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ক ম রফিকুল আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ইলোরা দাস সুমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা পারভীন, অর্থনীতি বিভাগের প্রভাষক শামীম আহম্মেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মামুনুর রশীদ করোনামুক্ত হয়েছেন। এই তিনজন এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।


সর্বশেষ সংবাদ