করোনায় আক্রান্ত ঢাকা কলেজের আরও এক শিক্ষক

অধ্যাপক রফিকুল আলম
অধ্যাপক রফিকুল আলম

ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল আলমের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক রফিকুল আলম বলেন, ‘গত কয়েকদিন থেকে গলাব্যথা করছিল। পরে ৩ জুলাই থেকে শরীরে জ্বর দেখা দেয়। গলাব্যথা সেরে গেলেও জ্বর মাঝেমধ্যে চলে যায় আবার আসে। এ অবস্থায় গতকাল অফিসার্স ক্লাবে করোনার নমুনা পরীক্ষা করাই। আজ দুপুরে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

তিনি জানান, বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন। শরীরে হালকা জ্বর, মাথাব্যথা ছাড়া শারীরিকভাবে সুস্থ আছেন। নিজের রোগমুক্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুন ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানুও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


সর্বশেষ সংবাদ