ডিজিটাল নিরাপত্তা আইন

আটককৃতদের মুক্তির দাবিতে চবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

  © টিডিসি ফটো

‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাতিল এবং এই আইনে আটককৃত সকল বন্দির মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চবির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম। আজ সোমবার (২২ জুন) দুপুরে চবির কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে তার সঙ্গে আরও দুই শিক্ষার্থী অংশ নেন।

এ সময় ‘ডিজিটাল স্বৈরাচার, কথা বললেই কারাগার!’, ‘কথা বলা মানুষের জন্মগত অধিকার, DSA বাতিল চাই’, ‘মত প্রকাশের স্বাধীনতা চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়।

এ বিষয়ে সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইন তৈরি হয় মানুষের ভালোর জন্য। কিন্তু আইন আরোপ করে যদি জনগণের কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা খর্ব করা হয় তাহলে এর অর্থ হলো সেই রাষ্ট্র জনগণের নয়।

অধ্যাপক মাইদুল বলেন, ফাঁদ পেতে যেমন শিকার ধরা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন তেমনই এক প্রকার ফাঁদ। তাদের যে দুর্নীতিগুলো আছে, ডাক্তারদের কোনো সরঞ্জামাদি নেই, হাসপাতালগুলো অকেজো। সরকার এগুলোতে ফোকাস না করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্য দিকে সরিয়ে নেওয়ার জন্যই এই ফাঁদ পেতে মানুষগুলোকে ধরছে।

অধ্যাপক মাইদুল জানান, আমরা ইতোমধ্যেই বিবৃতি দিয়েছি। প্রয়োজনে পরবর্তীতে আবারও দেওয়া হবে। চবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজী, একই বিভাগের সায়মা আলম ও সুবর্ণা মজুমদারসহ অনেক শিক্ষকই আমাদের দাবির সঙ্গে সম্মতি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ