নাসিমকে নিয়ে মন্তব্য করায় এবার কারণ দর্শানোর নোটিশ

  © টিডিসি ফটো

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

স্ট্যাটাস দেওয়ার পর পরই আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বেরোবি বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইনে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যা বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, একজন শিক্ষক হিসেবে তার এই ন্যাক্কারজনক বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, একজন মৃত ব্যক্তি সম্পর্কে এমন বক্তব্য সামাজিক সভ্যতা বিবর্জিত এবং এই বক্তব্য সংশ্লিষ্ট শিক্ষকের ও এর দায় দায়িত্ব তার উপরেই বর্তায়।

জানা যায়, আজ শনিবার (১৩ জুন) লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা মো. নাসিম মারা যান। তাঁর মৃত্যুকে নিয়েই ওই শিক্ষিকা তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে ব্যঙ্গ করে ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি ভাইরাল হলে গেলে পরে তা মুছে (ডিলিট) দেন তিনি। কিন্তু ততক্ষণে ওই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ পাল্টা স্ট্যাটাস দিয়ে অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ