৩১ মে থেকে সীমিত পরিসরে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও

  © ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতিতে আগামী রবিবার (৩১ মে) থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অফিস-আদালত খুলছে। যদিও স্কুল-কলেজসহ সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১৫ জুন পর্যন্ত। তবে ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিসসমূহ খোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। তবে এ সময় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

আজ শুক্রবার (২৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৩১ মে থেকে স্বল্প পরিসরে খুলবে। অফিস সময় পূর্বের নিয়মে অর্থাৎ সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এছাড়াও, অফিসসমূহ খোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা আগামীকাল শনিবার  (৩০ মে) বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ৩১ মে থেকে সীমিত পরিসরে খুলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ