করোনায় অসহায় শিক্ষার্থীদের ‘নববর্ষের উপহার’ দিল কুবির বাংলা বিভাগ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৬:৫৩ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২০, ০৬:৫৩ PM
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে অর্থনৈতিক সংকটে পড়া নিজ বিভাগের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বিভাগের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের অনুদানে গড়া তহবিল থেকে সহায়তা করা হয়েছে বিভাগের অন্তত ১৪ জেলার শিক্ষার্থীকে।
করোনাভাইরাসের কারণে দেশব্যাপী চলছে লকডাউন। এতে অনেকেরই উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। আর্থিক সংকটে অনেকের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে। সামর্থ্য অনুযায়ী দুর্ভোগে পড়া বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বাংলা বিভাগ গঠন করে বিশেষ তহবিল।
জানা গেছে, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে গঠিত তহবিল ব্যয় করা হয় দুর্ভোগে পড়া শিক্ষার্থীদের জন্য। প্রত্যেক পরিবারকে নূন্যতম ১০ দিন থেকে ৩০ দিনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বাংলা বিভাগের এমন উদ্যোগের বিষয়ে বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘বাংলা বিভাগ একটি যৌথপরিবার, এখানে প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী পরিবারের সদস্য। এত বড় একটি পরিবারে সবার অর্থনৈতিক অবস্থা একরকম থাকবে না, এটাই স্বাভাবিক।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে যাদের পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের সমস্যার ধরণ অনুযায়ী আমরা আর্থিক সহায়তার এই উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে আমাদের সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে এবং যেসব শিক্ষার্থী ও তাদের পরিবার এই সহযোগিতা পেয়েছেন, তাদের উদ্দেশ্যে এটি আমাদের নববর্ষের উপহারস্বরূপ। দায়িত্ব নিয়ে এই কার্যক্রমে যেসব শিক্ষক-শিক্ষার্থী এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানাই।’